• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo
জেল থেকে পলাতক ২৫ মামলার আসামি গ্রেপ্তার
সম্প্রতি কুষ্টিয়া জেলা কারাগার থেকে পালানো ২৫ মামলার আসামি আলোচিত সামিরুল মণ্ডলকে র‌্যাব গ্রেপ্তার করেছে।  বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান। তিনি বলেন, গেল রাত দেড়টায় ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার ধর্মপাড়া এলাকা থেকে পলাতক আসামি সামিরুল মন্ডলকে (৩৫) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সামিরুল দুর্ধর্ষ ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতি-মারামারি, অস্ত্র ও বিস্ফোরক আইনে ২৫টি মামলা রয়েছে। তিনি আরও বলেন, সামিরুল খোকসা উপজেলার ওসমানপুর গ্রামের সামসুদ্দিন মণ্ডলের ছেলে। তাকে কুষ্টিয়া মডেল থানার মাধ্যমে আদালতে পাঠানো হবে। শেখ হাসিনা সরকারের পতনের একদিন পর গত ৭ আগস্ট কুষ্টিয়া জেলা কারাগারের তালা ভেঙে এই সামিরুলসহ ৯৮ জন কারাবন্দি পালিয়ে যান।  ওইসব পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ র‌্যাবের অভিযান চলমান থাকবে বলেও জানান এ র‌্যাব কর্মকর্তা।
০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৪

এবার ৫ জেল সুপারকে বদলি
বদলির কাতারে এবার পড়েছেন পাঁচ জেল সুপার। এদের মধ্যে দুজন সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) ও তিনজন জেল সুপার। কারা অধিদপ্তরের প্রস্তাবনার আলোকে তাদের বদলি করা হয়। বুধবার (২৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব তাহনিয়া রহমান চৌধুরীর সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেওয়া হয়। বদলি করা কর্মকর্তারা হলেন- যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুরাইয়া আক্তারকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষকে শরীয়তপুর জেলা কারাগারের জেল সুপার হিসেবে। অপরদিকে, শরীয়তপুর জেলা কারাগারের জেল সুপার নেসার আলমকে হবিগঞ্জে, হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মতিউর রহমানকে দিনাজপুরে এবং ঠাকুরগাঁও জেলা কারাগারের জেল সুপার মো. আবু তালেবকে কারা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
২৮ আগস্ট ২০২৪, ১৯:৪৬

খাটের ওপর পড়ে ছিল গৃহবধূর মরদেহ, পলাতক স্বামী
ঝিনাইদহে ঘরের খাটের ওপর পড়ে ছিল এক গৃহবধূর মরদেহ। মুঞ্জরী রানী (৪০) নামের ওই গৃহবধূর মরদেহের পাশেই ছিল তরকারি কাটা বটি। রোববার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টায় এমন অবস্থায় স্থানীয়দের মাধ্যমে খবরে পেয়ে শহরের কাঞ্চনপুর মধ্যপাড়ার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় ওই গৃহবধূর মরদেহ। এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন মুঞ্জরী রানীর দ্বিতীয় স্বামী ইমন কুমার। মৃত মুঞ্জরী রানী শহরের চাকলাপাড়া এলাকার কালীকিংকর বিশ্বাসের মেয়ে। তিনি কাঞ্চনপুর এলাকায় ভাড়া বাসায় স্বামী ইমন কুমারের সঙ্গে বসবাস করতেন। ইমনের বাড়ি কোটচাঁদপুর উপজেলার হরিনদিয়া গ্রামে। স্থানীয়রা জানান, চলতি মাসে কাঞ্চনপুর উত্তর পাড়ার ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস শুরু করেন মুঞ্জরী রানী। রোববার রাতে কিছু একটা শব্দ শুনে ওই বাড়িতে যান এলাকার কিছু মানুষ। পরে ঘরের দরজা খোলা থাকায় ভেতরে গিয়ে দেখা যায় বিছানায় মুঞ্জরী রানীর মরদেহ পড়ে আছে। মুঞ্জরী রানী ও স্বামী ইমন কুমারের মধ্যে কোনো ঝগড়া বিবাদের খবর শোনেননি বলেও জানান স্থানীয়রা। এ বিষয়ে কয়েকজন প্রতিবেশী জানান, মায়ের সঙ্গে বিভিন্ন সময় পাপড় বিক্রি করতেন মুঞ্জরী রানী। কিছুদিন আগে হামদহ জেলা পরিষদ মার্কেটে একটি দোকান নেন তার স্বামী। কয়েকদিন আগে থেকেই তার স্বামী ইমন দোকানে মালামাল তোলার জন্য শ্বশুরবাড়িতে টাকা চাচ্ছিলেন। এ নিয়ে তাদের মধ্যে ঝামেলাও হয়েছে শুনেছি। এসবের জেরেই এ মৃত্যুর ঘটনাটি ঘটতে পারে। ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়